
সেলিম চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
করোনা আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হুইপ পুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।
জানা যায়, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এরপর থেকে তার শারিরিক অবস্থার অবনতি হয়। গত ২৩ ডিসেম্বর তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। এতে গতকাল প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে বলে সূত্রে প্রকাশ। এদিকে করোনা মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।এদিকে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর রোগমুক্তি কামনায় পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ নতুন থানার হাট জামেমসজিদ বাদে আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল সফল করার আহবান জানিয়েছেন, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু।