মঙ্গলবার , সেপ্টেম্বর ২৬ ২০২৩
Home / সারা দেশ / প্রতিমন্ত্রীর নির্দেশিত সেই শিক্ষকের বদলী কার্যকর

প্রতিমন্ত্রীর নির্দেশিত সেই শিক্ষকের বদলী কার্যকর

স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্পে অনিয়মের দায়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি’র নির্দেশিত সেই প্রধান শিক্ষককে দুর্গম চরাঞ্চলে বদলীর আদেশ কার্যকর করা হয়েছে। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত ২৮ডিসেম্বরের এক অফিস আদেশে এ বদলী কার্যকর করা হয়।
জানাগেছে,গত ২৭ডিসেম্বর বিকেলে প্রতিমন্ত্রী এক সরকারী সফরে এসে উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শণকালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ মিনার নির্মাণসহ অন্যান্য কাজের গুণগত মান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। ওই বিদ্যালয়ে জন্য শহীদ মিনার নির্মাণ বাবদ ১লাখ ৫০ হাজার টাকা, ¯িøপের ৭০ হাজার টাকা, ওয়াশ বøক মেরামত ২০ হাজার টাকা, ডিজিটাল শ্রেণিকক্ষ বাবদ ১লাখ ২২ হাজার টাকা, রুটিন মেইনটেনেন্স বাবদ ৪০ হাজার টাকা, প্রি-প্রাইমারী শ্রেণিকক্ষ বাবদ ১০ হাজার টাকা,খেলাধুলার সরঞ্জাম বাবদ ১লাখ ৫০হাজার টাকা ও দুর্যোগকালীন হিসেবে ৫হাজার টাকা মিলে মোট ৫লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ আসলেও বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে নামে মাত্র কাজ দেখিয়ে বরাদ্দের সিংহভাগ টাকা পকেটস্থ করার অভিযোগ রয়েছে।
বিদ্যালয়টি পরিদর্শণ কালে শ্রেণিকক্ষ অপরিস্কার, রং না করা, শহীদ মিনার নির্মাণে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানকে দুর্গম চরাঞ্চলে বদলীর জন্য উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেন।
ওই নির্দেশের ভিত্তিতে ২৮ডিসেম্বর প্রশাসনিক কারন দেখিয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে দুর্গম চরাঞ্চলে অবস্থিত খারুভাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বপক্ষে আগামী ৩১ডিসেম্বর তারিখের মধ্যে উপজেলা শিক্ষা অফিসে যোগদানের নির্দেশ দিয়ে রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়।

About admin

Check Also

পুলিশ দম্পতি অপহরণ করে মুক্তিপণ আদায় তিন চক্রের সদস্য আটক

হাসনাত তুহিন, ফেনীঃ -ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে স্ত্রীসহ পুলিশ সদস্যকে অপহরণ করে মুক্তিপণ …

কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি : স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। …

মানিকগঞ্জের ঘিওরে ৩১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান

মানিকগঞ্জ প্রতিনিধি, মানিকগঞ্জের ঘিওরে এস ডি আই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বানিয়াজুরী ইউনিয়নে ৩১ জন শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *