
সিলেটের গোলাপগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চার যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই শিশুসহ চারজন যাত্রী নিহত হন। আহত হন চার যাত্রী। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে চারজনের লাশ উদ্ধার করেন। আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এই খবরের সত্যতা নিশ্চিত করেন।