
মোঃ আব্দুস সালাম,নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী কচাকাটা কেদার ইউনিয়নের কচাকাটা বাজারে সিসি ক্যামেরা উদ্বোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা । কেদার ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়াম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সিনিয়ার সহকারী পুলিশ সুপার শওকত আলী, অফিসার ইনচার্জ মাহবুব আলমসহ রাজনৈতীক ব্যাক্তিবর্গ। কেদার ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১৮টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এই সিসি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে এলাকায় অপরাধ প্রবনতা রোধ হবে এমনটা প্রত্যাশা করেন বক্তরা।