
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ‘ক্লাব কাপ’ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চিলমারী সরকারী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সাইক্লোন একাডেমী ৩-২ গোলের ব্যবধানে কোচ স্ট্যান্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে নির্ধারিত খেলাটি ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে গড়ায়।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। এ সময় জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সহ: অধ্যাপক মামুন অর রশিদ, চিলমারী শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক জাহিদ আনোয়ার পলাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আনসারী প্রমূখ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন, চিলমারী ফুটবল উন্নয়ন সমিতি’র সভাপতি শাহিন আজাদ সাইক্লোন।