
স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কাটা শেষে বাংলাদেশ আ’লীগ চিলমারী শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আব্দুস ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু,আবু হানিফা রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি ও থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, সাবেক সভাপতি মাঈদুল ইসলাম মুকুল, সাবেক সভাপতি মাজেদুল ইসলাম মিঠু, সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদরুল প্রমূখ।