
সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্রগ্রাম খ সার্কেল (পটিয়া) কর্তৃক আজ (১৪/০১/২০২১) তারিখ ৪০০০ (চার হাজার) পিচ ইয়াবাট্যাবলেটসহ ৩ জন গ্রেফতার।জেলা কার্যালয় চট্টগ্রাম এর সুযোগ্য উপ পরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক নির্দেশনায় পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নের্তৃত্বে চন্দনাইশ থানাধীন রওশন হাট এলাকায় আজ ১৪/০১/২০২১ তারিখঃ ১৭.০০- থেকে ১৯.০০ ঘটিকায় অভিযান চালিয়ে আসামি ১। মনতাজ মিয়া(২৭) রোহিঙ্গা কে ২০০০ পিচ ইয়াবাট্যাবলেট এবং তাহার আপন ভাই ২। দিলদার মিয়া (২০) রোহিঙ্গা কে ৮০০ পিচ ইয়াবাট্যাবলেট সহ গ্রেফতার করা হয়, উভয় পিতা মৃত. নুর আলম, মাতা- সোরা খাতুন, সাং বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ০৯, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। অপর একটি অভিযানে আসামি কাজী শফিকুল হাসান ( ২২) পিতা- কাজি জাকির হোসেন, সাং- ডুমুর তলা, থানা – নড়াইল সদর, জেলা – নড়াইল কে ১২০০ পিচ ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতার করে তাহাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় পৃথক দু’টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।