পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে সাধারণ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পটিয়ার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সাবেক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নারী নেত্রী রেহেনা আকতার মুন্নী। পৌরসভার ৩০ বছরের ইতিহাসে এর আগে সাধারণ আসনে কোন নারী প্রার্থী হননি।
মনোনয়ন পত্র জমা দেয়ার আগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি তার এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, আল্লাই-ওখাড়াবাসী যোগ্য ও শিক্ষিত নেতৃত্বের অভাবে ঐতিহ্য ও সুনাম হারিয়েছে। এলাকাবাসী তাদের সেই সুনাম ও ঐতিহ্য ফিরিয়ে আনতে মরহুম আবদুল হক আল্লাই পরিবার থেকে প্রার্থী হতে আমাকে বারবার অনুরোধ করায় আমি মনোনয়ন ফরম জমা দিতে বাধ্য হয়েছি।তিনি বলেন, আমার পিতা,ভাইয়েরা আওয়ামী লীগের রাজনীতি করলেও আমাকে দলমত নির্বিশেষে সবাই সমর্থন করছে।তিনি কাগজীপাড়া-ওখাড়াবাসীর সবার সমর্থন কামনা করেন।