
রাশেদ হাসান,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার(ডাবলু) বিজয়ী হয়েছেন।
১৬ই জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় এ তথ্য জানান,উপজেলা নির্বাহী অফিসার(সুন্দরগঞ্জ,গাইবান্ধা) ও রিটার্নিং অফিসার,(সুন্দরগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন),মোহাম্মদ আল মারুফ.
জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙ্গল) মোট ভোট পেয়েছেন ২ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম বাংলাদেশ আওয়ামিলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লা আল মামুন(নৌকা) পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খয়বর হোসেন সরকার ও দেবাশীষ কুমার সাহা স্বতন্ত্র হিসেবে ভোট করে পান যথাক্রমে,২৫৪০ ও ৯৩৪টি ভোট. নির্বাচনে অপর বিএনপির মনোনীত প্রার্থী আবু খায়ের মোঃ মশিউর রহমান (ধানের শীষ) পান ২০০ টি ভোট,অপর দিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম থেকে গোলাম আহসান হাবীব মাসুদ সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২ হাজার ৫৩০টি ভোট পেয়েছেন।
সুন্দরগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭২জন।