
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুল (২৫) এর সাথে জামালপুর জেলার দেওয়ানগন্জ থানার শাহিনা বেগম (২০) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী শাহিনার সাথে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।
এ ঘটনার দেড় মাস পর ময়না তদন্ত রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুনাহারকে আসামী করে হত্যা মামলা দায়র করে।
দীর্ঘ ১৩ বছর শুনানীর পর আদালত বকুলকে মৃত্যুদন্ড ও নুরুনাহারকে খালাসের রায় প্রদান করেন। মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের আইনজীবি এডভোকেট ফখরুল ইসলাম।