
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে জলবায়ু ঝুঁকি বীমা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠির অর্ধশতাধিক ভূক্তভোগীদের নিয়ে সভার আয়োজন করা হয়।
১৯ জানুয়ারি সকাল ১১টায় উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এই অবহিতকরণ সভার আয়োজন করে। অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন-যাত্রাপুর ইউপি চেয়ারম্যান
আইয়ুব আলী সরকার, ইউপি সচিব নাজমুল হক, যাত্রাপুর কলেজের অধ্যক্ষ মোঃ এরশাদুল হক খান, এনডিপি’র ফিল্ড কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন, বিডিও’র অফিসার আব্দুস ছালাম সরকার, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি খাজা ইউনুছ ইসলাম ঈদুল ও ইউপি সদস্য রহিম উদ্দিন হায়দার প্রমূখ।
বক্তারা ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র ও প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।