
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে নতুন পাকা বাড়ী পেল ১শ টি ভূমি ও গৃহহীন পরিবার। শনিবার সকাল ১১ টায় ঢাকায় গণভবনে বসে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নে দেশের সকল উপজেলা পরিষদ মিলনায়তনে এক যোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপকারভোগীদের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,ওসি আমিনুন ইসলামসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১০০টি ভূমি ও গৃহহীন পরিবারের জন্য তৈরী করা হয়েছে পাকা বাড়ি। ঘর প্রতি বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে। এজন্য উপজেলায় মোট ১ কোটি ৭১লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
যাদের জমিও নেই বাড়িও নেই এমন’ পরিবারের মাঝে সরকারি খাস জমিতে তৈরী করে দেয়া হয়েছে পাকা বাড়ি। সংযুক্ত শৌচাগারসহ দুইটি কক্ষ বিশিষ্ট ওই পাকা ঘরে থাকছে রান্নাঘর ও বারান্দা। সুপেয় পানির জন্য থাকছে টিউবওয়েল। যা একটি ছোট পরিবারের থাকার জন্য যথেষ্ট।