
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ করতে থানা ও গ্রাম পুলিশের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চিলমারী মডেল থানা চত্বরে আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের বাস্তবায়নে এবং সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহযোগীতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করে বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালনের আহ্Ÿান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান,চিলমারী প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু,ওসি তদন্ত প্রান কৃষ্ণ দেব নাথ,বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়া,ইউনিয়ন ফেসিলিলেটর মশিউর রহমান,নন্দ দুলাল প্রমুখ। বাল্য বিবাহ প্রতিরোধ সমন্বয় সভায় থানার ৩৭ পুলিশ সদস্যসহ থানাহাট,রমনা,রাণীগঞ্জ ও চিলমারী ইউনিয়ন মিলে মোট ৪০জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম উপস্থিত পুলিশ ও গ্রাম পুলিশদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালনের অঙ্গিকার বাক্য পাঠ করান।