
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক ও আরহীকে বেধরক পিটুনি দেয়ায় মারাত্মক আহত হয়েছেন ওই বাইক চালক ও আরহী। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন রমনা ইউনিয়নের ঝাকুয়াপাড়া জামেরতল এলাকায়। মোটর সাইকেল চালক ওই যুবক ঝাকুয়াপাড়া এলাকার রাজু মিয়ার ছেলে রানা মিয়া(২৮), ড্রজার মেশিনের হেলপার নয়ন মিয়া(১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, কুড়িগ্রাম পাউবো বাধ রাস্তার চলমান কাজ করতে থাকা একটি ড্রজার মেশিনের হেলপার নয়ন মিয়া নিজ বাড়ী গাইবান্ধা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে ঝাকুয়াপাড়া জামেরতল এলাকা থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক রানা মিয়াকে ফোন করে ডাকে। রানা মিয়া ফোন পেয়ে ওই এলাকায় এসে নয়ন মিয়া নামের অপরিচিত এক যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করার সময় মোটরসাইকেল থামিয়ে ৬-৭জন যুবক নয়ন মিয়াকে মারধর করতে থাকে। এসময় মোটর সাইকেলের চালক রানা মিয়া যুবকদের বাধা দিতে গেলে আরহী নয়ন মিয়াকে ছেড়ে দিয়ে চালক রানা মিয়াকে বেধরক মারধর করতে থাকে। এক পর্যায়ে রানা মিয়ার মাথায় আঘাত করলে মাথা ফেটে সে মাটিতে পড়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করায়। আহত রানা মিয়া জানায়,যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থল থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক যাত্রীকে মারতে থাকলে তিনি বাধা দেন। বাধা দিলে আকষ্মিকভাবে তারা আমাকেও আক্রমন করে। যুবকদের মুখে চিনলেও তিনি তাদের নাম জানেন না বলে জানিয়েছেন। ড্রজার মেশিনের হেলপার গোবিন্দগঞ্জ এলাকার লেবু মন্ডলের ছেলে নয়ন মিয়া জানায়,দীর্ঘদিন ধরে তেলিপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে রাসেলসহ ৬-৭জন যুবক আমার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল। শনিবার বিকেলে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে তারা আমাকে মারধর করে। এতে আমি মারাত্মক আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছি।