
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ ফেব্রুয়ারি কুড়িগ্রাম সরকারি গণগ্রন্থাগার হলরুমে উদযাপিত হলো “জাতীয় গ্রন্থাগার দিবস”। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম মহোদয়। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের আলোচক ও দর্শক মন্ডলী। সভাপতিত্ব করেন বিদগ্ধ লাইব্রেরিয়ান (সহ. পরিচালক) জনাব কে এম মেহেদী হাসান। আবারও উচ্চারিত হলো “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”।