সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / কুড়িগ্রামে ৩ বছরেও শেষ হয়নি এলজিইডি’র শুলকুর বাজার নির্মাণাধীন সেতু; চরম দুর্ভোগে পাঁচ ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ

কুড়িগ্রামে ৩ বছরেও শেষ হয়নি এলজিইডি’র শুলকুর বাজার নির্মাণাধীন সেতু; চরম দুর্ভোগে পাঁচ ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দীর্ঘ ৩ বছরেও শেষ হয়নি এলজিইডির শুলকুর বাজার নির্মাণাধীন সেতু। চরম দুর্ভোগে পড়েছেন পাঁচটি ইউনিয়ের প্রায় ২ লক্ষাধিক মানুষ।

আসন্ন বন্যা মৌসুমেও সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বেগে রয়েছেন দুর্ভোগে থাকা মানুষজন। স্থানীদের অভিযোগ নামমাত্র কিছু কাজ দেখিয়ে এলজিইডির কিছু সুযোগ-সন্ধানী কর্মকর্তার সাথে যোগসাজশ করে এখন পর্যন্ত প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এলজিইডির মদদপুষ্ট নিয়োজিত ঠিকাদার গোলাম রব্বানী।

দেশ উন্নয়নের চরাঞ্চলের এসব মানুষ বিশেষ ভ‚মিকা পালন করলেও তাদের ভাগ্যে জোটেনি নাগরিক সেবা। দুর্ভোগ থেকে কবে নাগাদ মিলবে পরিত্রাণ তা জানাতে পারছে এলজিইডি কর্তৃপক্ষ। এলাকাসীর দুর্ভোগ নিরসনে স্থানীয় কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ একাধিকবার এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে কাজটি সমাপ্তির জন্য তাগাদা দিলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৮ইং সালে কাজটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পান কুড়িগ্রাম উপজেলা পরিষদ সংলগ্ন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান বসুন্ধরা এন্ড আবু বকর জেবি। ৯০ মিটার দৈর্ঘ্যরে কাজটির নির্মাণ ব্যয় ছিল ৫ কোটি ৫২ লক্ষ ৯০ হাজার। কাজটি শুরু হয় ২০১৮ইং সালের ১ নভেম্বর। এই কাজের নির্ধারিত মেয়াদ ছিল ০৪.০২.২০২০ইং মেয়াদ শেষ হলেও সেতুর অধিকাংশ কাজ এখনো অসম্পন্ন। অথচ ঠিকাদার গোলাম রবব্বানী এলজিইডির সংশ্লিষ্ট দুর্নীতিপরায়ণ কর্মকর্তার সাথে আতাঁত করে এখন পর্যন্ত ১ কোটি ৯৫ লক্ষ টাকা উত্তোলন করেছেন।
কাজ না করে কিভাবে বিপুল অংকের টাকার বিল উত্তোলন করলো ওই ঠিকাদার এ প্রশ্ন এখন সর্বমহলের।

অপরদিকে এলাকাবাসীর দাবি, পরিবহন এবং মানুষের যাতায়াতের জন্য পার্শ্ব রাস্তাটি হেরিং করলেও ওই ঠিকাদার হেরিং রাস্তাটির প্রায় ৫ হাজার ইট তুলে বিক্রি করেছেন। ফলে গত বন্যায় রাস্তাটি ভেঙে যেয়ে প্রতিদিন হাজারো মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সেই সাথে সেতুটি না থাকায় উত্তরবঙ্গের বৃহৎ যাত্রাপুর গরুর হাট, সদর উপজেলার পাঁচগাছী, যাত্রাপুর, ঘোগাদহ, উলিপুর উপজেলার বেগমগঞ্জ, সাহেবের আলগা সহ সীমান্তবর্তী অসংখ্য হাট-বাজারে পরিবহন যাতায়াত সম্পূর্ণরুপে বন্ধ থাকায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির জনৈক ঠিকাদার জানান, এলজিইডি ভবন এখন বিশেষ মহলের ইশারায় পরিচালিত হচ্ছে। নিয়মের তোয়াক্কা নেই। উৎকোচ দিলেই এখানে নিয়মকে অনিয়মে পরিণত করা
যায়। এলজিইডির একজন কর্মকর্তা বলেন, ওই কাজের ঠিকাদার মূলত বসুন্ধরা আলতাফ নামে পরিচিত। গোলাম রব্বানী সাব নিয়ে কাজটি করছেন। এর দায় মূলত ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত¡াধিকারী আলতাফ সাহেবের।

এ ব্যাপারে কুড়িগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান জানান, কাজটি বন্ধ ছিল। আমি নতুন এসেই বন্ধ কাজটি চালু করেছি। আশা করছি আগামী ২ মাসের মধ্যে সেতুর কাজ
শেষ হবে। এ ব্যাপারে সাব-ঠিকাদার মোঃ গোলাম রব্বানী বলেন-চাহিদা অনুযায়ী বিল না দেয়ায় কাজটি যথাসময়ে শেষ করা সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন-সদ্য যোগদানকৃত নতুন প্রকৌশলীকে কাজটি শেষ করতে বলেছি। তিনি কাজটি দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আশাবাদী তিনি কাজটি দ্রুত শেষ করার সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *