
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ জেলার ৮ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় জেনারেল হাসপাতালের সিভিল সার্জন হাবিবুর রহমানের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোঃ: নবিউর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মন্জু, কুড়িগ্রাম পৌর ময়র কাজিউল ইসলামসহ অন্যান্যরা।
অন্যদিকে জেলার রাজিবপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত মোঃ জাকির হোসেন।
এছাড়াও উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন। এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিন সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেখানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষ রেজিস্ট্রশনের আওতায় এসেছে। প্রথম পর্যায়ে আগামি ১২ দিনের মধ্যে ৩০হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। জেলায় ৬০ হাজার টিকা মজুদ রয়েছে।