
জি,এম-চিলমারী(কুড়িগ্রাম)ঃ
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে কোভিট-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সেপেক্টর আরশাদ আলী ও সাবেক স্বাস্থ্য পরিদর্শক মজিবর রহমানকে টিকা দেওয়ার মধ্য দিয়ে চিলমারীতে কোভিট-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়।
রোববার সকালে টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এডবিøউএম রায়হান শাহ্, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে স্বাস্থ্য কর্মি,নার্স,পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার মোট ১০জনকে টিকা দেয়া হয়। উপজেলায় প্রথম পর্যায়ে মোট ১০০টি ভায়াল পাওয়া গিয়েছে। যা ১ হাজার মানুষের মাঝে প্রদান করা যাবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.মো.আমিনুল ইসলাম।