
চিলমারী,কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল কুদ্দুছ সরকার স্মরণে শোক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, মোঃ আব্দুস সাত্তার, মোঃ জয়নাল আবেদীন যুবরাজ, মোঃ জয়নুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জু, রমনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম জাহাঙ্গীর, অষ্টমীর চর ইউনিয়নের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, যুব লীগের যুগ্ম আহŸায়ক জাহিদ আনোয়ার পলাশ, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাঈদুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন। পরে গঠনতন্ত্র অনুযায়ী ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল কমি লিচুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। আগামী ২১ শে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিশেষ মেনাজাত
পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আইয়ুব আলী আকন্দ।