
ডি.এইচ. রাজু সিলেটঃ
সিলেটে উপানুষ্ঠিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগরাম বিষয়ে এক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক,মো.নজরুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালায় জানানো হয়,দেশেরে ৬৪ জেলার ৩৬৫ উপজেলা ও সিটি কর্পোরেশনে ঝড়ে পড়া ও বিদ্যালয়ে ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছর বয়সের শিশুদের আনুষ্ঠানিক শিক্ষার মুলধারায় ফিরিয়ে আনার লক্ষে কাজ করছে সরকার। ঝড়ে পড়া শিশুদের পড়াশুনায় আগ্রহী করতে সবার সহযোগিতা চান তারা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট’র প্রফেসর ড. মো.আব্দুস সালাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বায়েজীদ খান,সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ,সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চেীধুরী, প্রশাসনসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও দাতা সংস্থার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।