সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / “ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক” পেয়েছেন কুলিয়ারচরের ওসমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী

“ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক” পেয়েছেন কুলিয়ারচরের ওসমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী

 

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কোভিড-১৯ করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ৪নং উছমানপুর ইউনিয়ন উন্নয়নের রূপকার সফল ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী “ইউনিয়ন পরিষদ স্বর্ণ পদক-২০২১” পেয়ে সম্মাননা অর্জন করেন।

গত ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের তার হাতে স্বর্ণ পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল মন্ত্রনালয়ে মাননীয় মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন (এমপি)। ২০২১ সালে কিশোরগঞ্জ জেলায় তিনিই একমাত্র স্বর্ণ পদক পেয়েছেন ।

এর আগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১৮ সনের ১৬ আগষ্ট বঙ্গবন্ধু আদর্শ চর্চা পরিষদ কর্তৃক হাজী মুহাম্মদ মহসীন স্মৃতি পদক- ২০১৮ পেয়েছেন, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সনের ২০ নভেম্বর বাংলাদেশ ক্রাইম জার্নালিস্ট ফাউন্ডেশন কর্তৃক মাইকেল মধুসুদন দত্ত স্মৃতি সম্মালনা পদক-২০১৮ পেয়েছেন, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ২০১৯ সনের ১১ এপ্রিল বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ কর্তৃক স্বাধীনতা স্মৃতি সম্মালনা পদক- ২০১৯ পেয়েছেন এবং করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ২০২০ সনের ২৫ ডিসেম্বর শেরে বাংলা এ.কে ফজলুল হক গভেষণা পরিষদ ও অগ্রগামী মিডিয়া ভিশন কর্তৃক শেরে বাংলা স্মৃতি পদক-২০২০ পেয়েছেন।

ইউপি চেয়ারম্যান মো. নিজাম ক্বারী ১৯৬৭ সনের ৪ অক্টোবর উছমানপুর ইউনিয়নের নাজিরদিঘী (খৈলাজুরী) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আ. মন্নাফ ছিলেন একজন সনামধন্য ব্যবসায়ী। ৩ ভাই ২ বোনের মধ্যে নিজাম ক্বারী তৃতীয়। ছাত্র জীবনে তিনি লেখা পড়ার পাশাপাশি বাবার ব্যবসায় সহযোগীতা করতে করতে এক পর্যায়ে তিনি এলাকায় বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত হন।

ছাত্র জীবনের এক পর্যায়ে ১৯৮৫ সনে বাংলাদেশ ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন তিনি। ১৯৯১ সনে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলিয়ারচর উপজেলা শাখার সিনিয়র সহ- সভাপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৯৫ সনে কুলিয়ারচর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৯ সনে কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সনে বিএনপি সরকার আমলে বিএনপি কর্তৃক মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতবাস অবস্থায় পৌর আওয়ামী লীগের এক কাউন্সিলে প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি (তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) আলহাজ্ব মো: জিল্লুর রহমান ও বর্তমান মহামান্য রাষ্ট্রপতি (তৎকালীন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি) এডভোকেট মো. আব্দুল হামিদ এরঁ উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ২০১৪ সনের শেষের দিকে পূনরায় কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের এক কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করে আসছে।

এছাড়া ১৯৮৯-১৯৯০ সনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন। ১৯৯৬ সনের ১৫ই ফেব্রুয়ারী প্রহসনের নির্বাচন বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবেন অংশ গ্রহন করেন। ২০০১ সনে বিএনপি সরকার দলীয় নেতা-কর্মী কর্তৃক মিথ্যা অভিযোগে ২৬ টি মামলার আসামী হয়ে নির্যাতনের স্বীকার হয়েছিলেন। ২০০২ সনে বিএনপি কর্তৃক চাঁদাবাজি ও বিএনপি অফিস ভাংচুরের মিথ্যা অভিযোগে মামলার আসামী হয়ে কারাবাস করেছেন।

সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ হিসেবে ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৩ সনে পর পর তিন বার কুলিয়ারচর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ২০১৫ সনে কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমানে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়) পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সনে চাউল কল মালিক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৯২ সনে চাউল কল মালিক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি পদে নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে আবরো আসন্ন ৪নং উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন। তিনি এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ২০১৬ সনের ৭ মে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে সফলতার সহিত কাজ করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *