বুধবার , মে ২৪ ২০২৩
Home / সারা দেশ / নিজের ও ছেলেদের অপকর্ম ঢাকতেই গোয়াইনঘাটের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের

নিজের ও ছেলেদের অপকর্ম ঢাকতেই গোয়াইনঘাটের ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

পুরো অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও সাজানো। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন গোয়াইনঘাট উপজেলার দুই নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মদরিছ আলী। সংবাদ সম্মেলনে তিনি বলেন স্বার্থ হাসিল না হওয়ায় গেলো ১৪ ফেব্রুয়ারি সিলেটের সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে গোয়াইনঘাট থানাধীন জাফলং নয়াবস্থির গ্রামের মামলাবাজ ইনছান আলী গোয়াইনঘাট থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

যদিও অভিযোগটি এখনও আমলে নেয়নি সিলেটের সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালত। অভিযোগপত্রে ইনছান আলী অনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাক্ষী হিসেবে আমাদের সাক্ষী হিসেবে নাম ব্যবহার করা হলেও আমরা অবগত নই।

জাফলংয়ের শীর্ষ সন্ত্রাসী আলিম উদ্দিন ও তার বাবা ইনছান আলীর ওপর গোয়াইনঘাটের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সফিক মিয়া হত্যা মামলা, নারী ও শিশু নির্যাতনসহ সর্বমোট ৯টি মামলা বিদ্যমান রয়েছে। তার মধ্যে দুটি মামলায় সে পলাতক।

এছাড়া ইনছান আলী এলাকার চিহ্নিত মামলাবাজ, দখলবাজ ও সন্ত্রাসী হিসেবে সকলের কাছে পরিচিত। আলিম উদ্দিন ১২ বছর বয়স থেকেই তার বাবা ইনছান আলীর সঙ্গে বারকি শ্রমিক হিসেবে কাজ করতো। মাত্র সাত বছরের ব্যবধানে এখন সে কোটিপতি। তার এখন অঢেল সম্পত্তি। ভাইদের নামেও গড়ে তুলেছে সম্পদের পাহাড়। আর এসব হয়েছে জাফলংয়ের কোয়ারির কারণে। জাফলং নয়া বস্থির যুবক সালামকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পরেই ইনছান আলীর পরিবার।

তিনি আরও বলেন, আলিম উদ্দিনের পাথর লুটপাটের ঘটনায় স্থানীয় মামার বাজারে পিটিয়ে হত্যা করা হয় সালেক নামের এক ট্রাক চালককে। আলিম উদ্দিন ছিলো বারকি শ্রমিক। নয়াবস্তির বাসিন্দা হওয়ার গ্রামের ওপারে জাফলং চা বাগান এলাকার লুটপাট করা পাথর সে নৌকা দিয়ে বহন করতো। এরপর থেকে শুরু হয় তার রাজত্ব।

কিছুদিনের মধ্যে আলিম উদ্দিনই হয়ে ওঠে জাফলংয়ের মূল নিয়ন্ত্রক। এখন আলিম উদ্দিন ও তার ভাইরা প্রায় ছয় কোটি টাকা ব্যয় করে নিজেদের গ্রামে তিনটি আলাদা বাড়ি তৈরি করেছেন। এর মধ্যে আলিম উদ্দিনের বাড়ির কাজ শেষ হয়েছে।

অপর দুটি বাড়ি তৈরির কাজ চলছে। নিজের নামে জাফলংয়ে অনেক জমি কিনেছেন আলিম উদ্দিন। তিনি গত বছর স্থানীয় লক্ষ্মীপুর গোরস্থানের কাছে তোফাজ্জুলের কাছে থেকে ২৫ শতক জমি ক্রয় করেছেন। দলিলে এই জমির মূল্য ৭৫ লাখ টাকা দেখানো হলে মালিককে দেওয়া হয়েছে দেড় কোটি টাকা।

পূর্বের মালিকপক্ষ সূত্র জানিয়েছে, আলিম উদ্দিন নিজের নামেই ওই ভূমি ক্রয় করেন এবং টাকা পরিশোধ করেন। পরে তিনি জাফলং বালুঘাটের পুঞ্জিতে উডি খাসিয়ার কাছ থেকে কোটি টাকা দিয়ে ৬১ শতক জমি ক্রয় করেছেন। এখনও দলিল রেজিস্ট্রি না হলেও স্ট্যাম্পে দস্তখত করে রেখেছেন।

ক্রাশার মিল স্থাপন করতে এই জমি ক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তানিশা স্টোর ক্রাশার মিল রয়েছে তার। প্রায় কোটি টাকার পাথর তার স্টোন ক্রাশার মিলে স্টক করা রয়েছে। সংবাদ সম্মেলনে মদরিছ আলী আরও বলেন, গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ যোগদানের পর জাফলং নয়াবস্থি এলাকার ইনছান আলী তার ছেলে আলিম উদ্দিনসহ তাদের পোষা বাহিনীদের নিয়ে জাফলং কোয়ারি এলাকা থেকে অবৈধভাবে বোমা মেশিন, বিলাই মেশিন ও সেইভ মেশিন দিয়ে পাথর উত্তোলনের জন্য ওসির সঙ্গে রফাদফা করতে আসেন।

কিন্তু ওসি আব্দুল আহাদের বিরোধিতা ও তাদের সঙ্গে আঁতাত করতে অপারগতা প্রকাশ করলে তার বিরুদ্ধে ইনছান আলী ও তার পোষা বাহিনী বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করে ব্যর্থ হন। এছাড়া সম্প্রতি জাফলং এলাকার জনৈক কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ ও ছবি ভাইরালের বিষয়ে মামলা রুজু করা হলে ওসি আহাদের বিরুদ্ধে চওড়া হয়ে উঠেন আলীম উদ্দিনের পরিবার।

পাশাপাশি পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সফিক মিয়ার সঙ্গে প্রকাশ্যে মারামারি ও এ ঘটনায় সফিক মিয়া হত্যায় আলিম উদ্দিন পরিবারের ওপর মামলা গ্রহণ করা হলে আরও চওড়া হয়ে উঠেন ইনছান আলী। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ ও শেষপর্যন্ত উল্টো আদালতে ওসিসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন মামলার সাত নম্বর সাক্ষী মো. ফয়জুল ইসলাম ও ২৪ নম্বর সাক্ষী মুক্তিযুদ্ধা আব্দুল জলিল।

এ বিষয়ে জানতে চাইলে সিলেটের গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ আরটিভি নিউজকে জানান, কারো বিরুদ্ধে যে কারো মামলা করার অধিকার আছে। কিন্তু ওই মামলাটি আদালত আমলে এখন পর্যন্ত আমলে নেননি।

About admin

Check Also

চিলমারী পল্লী বিদ্যুৎ উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ শতভাগ বিদ্যুায়নকৃত উপজেলা হিসাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে ঘোষনা করার ৫বছর পেরিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ …

কুড়িগ্রামের সাংবাদিক রাজু আহমেদের উপর সৎ ভাইয়ের হামলা অস্ত্রের আঘাতে শয্যাশায়ী

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে কুড়িগ্রাম সদর …

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *