বুধবার , এপ্রিল ১৭ ২০২৪
Home / সারা দেশ / নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিককে ঢাকায় আনা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিককে ঢাকায় আনা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বার্তাবাজার অনলাইন পোর্টালের প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির নামে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে। তার অবস্থার অবনতি হলে রাত আটটার দিকে ঢাকায় আনা হয়েছে।

এ ঘটনায় তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রাত পৌনে এগারোটায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিনের সুচিকিৎসা এবং গুলিবিদ্ধ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে বিচার করারও দাবি করা হয়।

বিএমএসএফ নেতৃ্ৃবৃন্দ বলেন, এভাবে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন মেনে নেয়া যায়না। ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে এদেশের সাংবাদিকরা আঙ্গুল মুখে বসে থাকবেনা। অবিলম্বে গুলিবিদ্ধের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। নয়তো দেশব্যাপী প্রতিবাদ গড়ে তোলা হবে।

বিএমএসএফ নোয়াখালী শাখা নেতৃবৃন্দ জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক। তার সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

About admin

Check Also

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *