বুধবার , মে ২৪ ২০২৩
Home / সারা দেশ / রাজারহাটে প্রকাশ্যে ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

রাজারহাটে প্রকাশ্যে ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

 

রাজারহাট প্রতিনিধিঃ

শুক্রবার বিকেল ৫ ঘটিকায় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে সুলতান বাহাদুর গ্রামের নিরীহ একরামুল হকের বাড়ীতে গিয়ে সন্ত্রাসীরা ফিল্মী স্টাইলে কুপিয়ে ৫জন কে গুরুতর আহত করে।আহতরা হলেন বিজলী বেগম ও তার স্বামী সাঈয়্যিদুল,জাহিদুল ইসলাম,সায়েম ও আবু সায়িদ।আহত ৫জনের মধ্যে রংপুর হাসপাতালে ৩জন,লালমনিরহাট হাসপাতালে ১জন ও কাউনিয়া হাসপাতালে ১জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের মধ্যে বিজলী বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।এঘটনায় পুলিশ ৭জন কে আটক করে থানা হাজতে নিয়ে যান।

স্থানীয় সুত্রে জানা যায় প্রতিবেশী আব্দুল হামিদ ও একরামুল হকের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।স্থানীয়ভাবে তাদের বিরোধ মিমাংসা করার জন্য ঐ ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার গ্রাম্য সালিশ বৈঠকে বসে উভয় পক্ষকে কাগজ পত্র দেখানোর কথা বলেন।আব্দুল হামিদ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন।পরে আব্দুল হামিদ জমির কাগজপত্র দেখানোর জন্য তিন মাসের সময় চান।কিন্তু এক মাস না পেরুতেই আব্দুল হামিদ ভাড়াটে সন্ত্রাসী লিওন,আরিফ,সানী সহ কয়েকজন একরামুল হকের বাড়ীতে গিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রবেশ করে জায়গা খালি করতে বলেন।ভুক্তভোগী একরামুল হক নিজের পৈত্রিক সম্পত্তি ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা এলোপাথাড়ি ভাবে কুপাতে থাকেন।এতে একরামুল হকের পরিবারের ৫জন সদস্য গুরুতর আহত হন।এলাকাবাসী সন্ত্রাসীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এবিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার বলেন ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থল থেকে ৭জন কে গ্রেফতার করেছি।
মামলার প্রস্তুতি চলছে।

About admin

Check Also

চিলমারী পল্লী বিদ্যুৎ উৎকোচ না দেয়ায় বিদ্যুৎ সংযোগ বঞ্চিত দেড় শতাধিক গ্রাহক

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ শতভাগ বিদ্যুায়নকৃত উপজেলা হিসাবে কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে ঘোষনা করার ৫বছর পেরিয়ে গেলেও পল্লী বিদ্যুৎ …

কুড়িগ্রামের সাংবাদিক রাজু আহমেদের উপর সৎ ভাইয়ের হামলা অস্ত্রের আঘাতে শয্যাশায়ী

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়ে কুড়িগ্রাম সদর …

কাউনিয়ায় স্বপ্ন ছোয়া সামাজিক সংগঠনের আলোচনা সভা ও ঈদ উপহার আর্থিক সহায়তা প্রদান

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়াঃ রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ নাজিরদহ ঝাকুয়াটারীতে পবিত্র ঈদ উল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *