
মাহফুজ,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগন।
একুশের প্রথম প্রহরে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে ধারাবাহিক ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম রব্বানি সরকার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজীব কুমার রায়ের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ফুলবাড়ী থানা পুলিশ। শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আ’লীগ উপজেলা শাখা, যুবলীগ উপজেলা শাখা, স্বেচ্ছা সেবক লীগ উপজেলা শাখা, ছাত্র লীগ উপজেলা শাখা,জাতীয় পার্টি উপজেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, জাসদ উপজেলা শাখা, উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, কুড়িগ্রাম লালমনির হাট পল্লী বিদ্যুত সমিতি, ফুলবাড়ী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ।
শহীদ বেদীতে পুষ্পার্পনের পর সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনু্ষ্ঠিত হয়।মোনাজাত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের গৃহীত দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এবং গৃহীত সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান জানিয়ে একুশের প্রথম প্রহরের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।