
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের রমনা ২,৩, ও ৪নং ওয়ার্ডের জন সাধারনের জন্য চলাচলের একমাত্র রাস্তা। এক সময় মানুষ এই রাস্তা দিয়ে সময় বাচাঁনোর জন্য বাইপাস হিসাবে ব্যবহার করতো। কালের পরিবর্তনে এই রাস্তায় ব্রিজ হলেও নেই যোগাযোগের জন্য ব্রিজের দুই পাশের রাস্তা। বৃষ্টি হলে জমে থাকে পানি,সাথে যুক্ত হয় কাঁদা। এতে করে ভোগান্তিতে পড়েছে মাষ্টার পাড়া -রমনা ছিন্নমুকুল গ্রামের মানুষেরা। সাথে আরো যুক্ত হয়েছে বাইপাস হিসাবে ব্যবহার করা জন সাধারণগণ। তাই এলাকাবাসীর দাবী যেখানে সরকারের লক্ষ টাকার সম্পদ পড়ে আছে সেখানে যদি রাস্তাই না থাকে তাহলে সেখানে কেন সরকারের সম্পদ পড়ে থাকবে? রাস্তাটি মেরামত হলে যেমন দুই গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হবে সাথে করে সরকারের সম্পদ গুলো ভালো থাকবে। তাই এলাকাবাসীর দাবী সরকারের পক্ষ থেকে যেন দ্রুত রাস্তা মেরামত করে দুই গ্রামসহ সর্বসাধারণের চলাচলের সুব্যবস্থা করা হয়।