
সেলিম সম্রাট, লালমনিরহাট থেকেঃ
নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে মুজাক্কিরের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারন সম্পাদক নুরল হক, সাবেক সম্পাদক কাজী আলতাব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ লালমনিরহাট জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খাঁন, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন নিশাত, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন, সৃষ্টি টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম সম্রাট, নিউজজি২৪ লালমনিরহাট প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত, রিপোর্টার্স ক্লাবে সভাপতি এসএম আলতাফ হোসেন সুমন, সম্পাদক ইউনুস আলী প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক বোরহানউদ্দিনের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের কাঠগড়ায় আনা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।