
সেলিম সম্রাট, লালমনিরহাট প্রতিনিধিঃ
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ এ স্লোগানে হাতীবান্ধায় মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে হাতীবান্ধা উপজেলা মহিলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রশিদা বেগম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্জিনা বেগম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল,
সেচ্ছাসেবক লীগের সভাপতি, জরদিজ আলম দরদি ,যুবলীগের সাধারণ সম্পাদক,শাহিনুর আলম শাহিন, হাফিজউ্ল্লাহ টাইফুন,আলেয়া বেগম, আমিনুল ইসলাম ডন, শারমিন সুলতানা সাথী,নাসরীন বেগম, মুক্তি রানী সরকার,নজরুল ইসলাম, প্রমুখ।
এসময় জেলা পরিষদের পক্ষ থেকে সবাই কে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজারও সাবান উপহার দেওয়া হয়েছে।