
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
‘বয়স যদি আঠারো হয়,ভোটার হতে দেরি নয়’’এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,নির্বাহী অফিসার (ইউএনও) এডবিøউ এম রায়হান শাহ্,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রাশীদুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন,সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে কয়েকজন ভোটারের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।