
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ২২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ খায়রুল ইসলাম(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবিবের নেতৃত্বে উপজেলার শামচপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। খায়রুল ইসলাম সবুজপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে বলে জানাগেছে। চিলমারী মডেল থানার ওসি তদন্ত প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২০ পিচ ইয়াবাসহ খায়রুলকে আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরন করা হয়।