
সম্রাট সেলিম,লালমনিরহাট প্রতিনিধিঃ
গত রোববার দিবাগত মধ্যরাতেলা লমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুনে পুরে গেছে স্বপ্ন প্রকল্পের নারী কর্মী হাজেরা খাতুনের ২টি ঘর। এ সময় ঘুমিয়ে থাকা মা ও দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছে। পরে মা ও ২ ছেলেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্ন প্রকল্পের নারী কর্মী হাজেরা খাতুন ও তার পুত্র সন্তানকে দুই বান্ডিল ঢেউ টিন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা প্রদান করেন। হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ । এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, আমি আপনাদের পাশে ছিলাম। পাশে আছি। পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাজীবন মানুষের বিপদে আপদে পাশে থেকে মানুষের জন্য কিছু করতে পারি।