
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুছ সরকার স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, মোঃ জয়নুল আবেদীন, জয়নাল আবেদীন যুবরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিনুল হক, মোঃ আবু হানিফা রঞ্জ, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, মোঃ নুর আলম রাকু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক মামুনউর রশিদ, রমনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ গয়ছুল আজম, যুবলীগের জাহিদ আনোয়ার পলাশ, আবু আল আমিন স্বপন, রেজাউল কবীর খুশু, প্রয়াত আব্দুল কুদ্দুছ সরকারের ছেলে মোঃ এরশাদ ও সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের মোঃ মাহাবুবার রশীদ বিপ্লব, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।