
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে বর্নাঢ্য কর্মসূচি পালন করা হয়েছে।
৭ মার্চ রবিবার বিকালে ফুলবাড়ী থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘ মহাসচিবের সুপারিশের সেই ভিডিও দেখানোর পরে উন্নয়নশীল দেশের সুপারিশ প্রাপ্তির আনন্দে কেক কাটা হয়। কেক কাটার পরে অনুষ্ঠানের সঞ্চালক আবু হাসান হিমু যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত বঙ্গবন্ধুর দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিবন্ধটি পাঠ করে শোনান। এরপরে ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়ের সভাপতিত্বে প্রাধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা মিয়া বাদশা,জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার।
আরও উপস্থিত ছিলেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক বৃন্দসহ ফুলবাড়ী থানা পুলিশের সদস্যগণ।