
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং আরডিআরএস বাংলাদেশ বিবিএফজি প্রকল্প,মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির রেজিলিয়েন্স প্রকল্প,ফ্রেন্ডশিপ,ওয়ার্ল্ড কনসার্ন ও ওসিসির সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার এ,ডবিøউ,এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম,বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চেধুরী উপস্থিত থেকে বক্তব্য রাখেন।অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন,রেডিও চিলমারীর সম্প্রচার কর্মী মোছাঃ লুৎফুন্নাহার হ্যাপী,জিনিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগের খবর সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার।