
ফরহাদ হোসেন মোল্লা,রৌমারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় হোসাইন আলী ওরফে দুর্জয় (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।
৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা বন্দবেড় ইউনিয়নের কুটিরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বন্দবেড় ইউনিয়নরে কুটিরচর গ্রামের মমিন চাঁনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হোসাইন মোটরসাইকেল যোগে রৌমারী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সামন দিক থেকে বেপরোয়াভাবে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টরটি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে।
রাস্তায় ট্রাক ও ট্রলি সাময়িক সময়ের জন্য রাস্তায় চলাচল বন্ধ । এ বিষয়ে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন,এ ঘটনায় থানায় অজ্ঞাত নামে মামলা হয়েছে।