
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল মোতাবেক ভোট গ্রহণ ১১ এপ্রিল।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,আগামী ২১ মার্চ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ মার্চ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ মার্চ। এবং ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।
উল্লেখ্য, গত ০৭ জানুয়ারী ২০২১ তারিখে চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ভাইস চেয়ারম্যানের আসনটি শুন্য ঘোষণা করা হয়।