
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য
অর্পণ করে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে জেলা কৃষক লীগ।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা কৃষক লীগ এর নেতৃবৃন্দ শহরের বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক পাবলিক প্রসিকিটর আব্রাহাম লিংকন । এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ,ন,ম ওবায়দুর রহমান , প্রেসক্লাব সভাপতি এ্যাড: আহসান হাবিব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব , কৃষক লীগ নেতা চাষী নুরন্নবি, প্রদীপ সরকার, এ্যাডভোকেট মমিন, এস,এম, আক্তারুল ইসলাম চাইনিজ, সাংবাদিক লাইলী বেগম প্রমূখ।