
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতির জনক শেখ মজিবুর রহমানের জন্ম দিন ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে।উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটির শুভ সুচনা করা হয় ।
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানে ম্যুরালে পুষ্পমাল্য প্রদান,পুস্পস্তবক অর্পণ ও কেক কেটে শুভ জন্ম দিন পালন করা হয়।। এ উপলক্ষে উপজেলা হলরুমে রচনা লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী,সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, উপজেলা, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।