
সেলিম সম্রাট লালমনিরহাট প্রতিনিধি,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়ন হতে গড্ডিমারী ইউনিয়ন বর্ডার পর্যন্ত ৩০০০ মিঃ ও ধুবনী মৌজা হতে ধুবনী মাদ্রাসা পর্যন্ত ১৯৬০ মিঃ রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সিংগিমারী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হাফিজউল্লাহ টাইফোন এর সভাপতিত্বে ভিত্তি প্রস্থর স্থাপন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,জেলা পরিষদ সদস্য আঃ সামাদ, জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, ,ইউ, পি, চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু হাতীবান্ধা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ডন, মোস্তাফিজুর রহমান সবুজ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।