
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
আমেরিকায় অবস্থিত মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারীতে ১৮ জন অস্বচ্ছল মেধাবী এস এস সি পরীক্ষার্থীকে ফরম পূরনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ চত্বরে এ সহায়তার অর্থ প্রদান করা হয়। এস এস সি পরীক্ষার ফরম পূরনের জন্য ৫টি বিদ্যালয়ের মোট ১৮জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে জন প্রতি ২হাজার ৪৫টাকা করে সহায়তার অর্থ প্রদান করেন গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। সহায়তা প্রদান পূর্ব আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি ও সহকারী অধ্যাপক গোলাম মাহবুব,প্রেসক্লাব সাধারন সম্পাদক ও সহঃ অধ্যাপক মামুন অর রশিদ,চ্যানেল ৬৯ ্এর চেয়ারম্যান আলমগীর হোসাইন, ফাউন্ডেশনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ কাজল মিয়া প্রমুখ।