
সাজ্জাদ হাসান উজ্জ্বল, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নের রমনিগন্জ গ্রামে সুর্যি মনি (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
সুর্যি মনি উপজেলার রমনিগঞ্জ গ্রামের শামসুল রহমানের মেয়ে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম উনসত্তর টিভি কে বলেন,
আমরা জানতে পেরেছি সুর্যি মনি তার নানার বাড়িতে ছিল। সেখানে বিষপান করেন।
পরে নানার বাড়ির সদস্যরা তাকে রমেক হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় কোন অভিযোগ পাই নি বলে ওসি জানান।