
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে করোনা সংক্রমন ঠেকাতে বিভিন্ন পেশাজীবী সংগঠণের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন থেকে লকডাউন কঠোরভাবে পালন করতে সরকারি নির্দেশনা মেনে চলতে আহবান জানানো হয়।এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজাউদ্দৌলা, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত,, বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ। বৈঠকে বণিক সমিতি, হাট-বাজার কমিটি, মটর মালিক ও শ্রমিক ইউনিয়ন, হোটেল মালিক ও শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক, মসজিদ কমিটির
প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।লকডাউন পালনে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকলের সহযোগিতা কামনা করেন।