শনিবার , এপ্রিল ১৩ ২০২৪
Home / সারা দেশ / নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি ও তার জমি দখলের চেষ্টা

নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি ও তার জমি দখলের চেষ্টা

নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আদালতের রায় অমান্য করে বীর মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকিসহ তার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১২এপ্রিল নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা। অভিযোগ নং আর-২৯৮/২১। অভিযোগে জানা গেছে বাদী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের লুছনী গ্রামের মৃত ময়েন উল্যার পুত্র বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান নি¤œ লিখিত তফসিল অনুযায়ী-জেলা-কুড়িগ্রাম, উপজেলা-নাগেশ্বরী, মৌজা- লুছনী, জে.এল নং-৩৭, সি.এস খতিয়ান নং-২১৭, এস.এ খতিয়ান নং-৬৬৮, সি.এস দাগ নং- ৪১৬৮, এস.এ দাগ নং-৩০২৪, ৩০২৫, ৩০১৭ দাগ সমুহে মোট ০.৭৩ শতাংশ জমি ক্রয় ও খাজনা খারিজ সূত্রে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। চলমান অবস্থায় বিবাদী একই ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামের মৃত কেফায়েতুল্যার ছেলে আতাউর রহমান, কবির উদ্দিনের ছেলে আবদুল কাদের, লুছনী গ্রামের মৃত শহর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ও মোজাফফর হোসেন, মৃত অহর উদ্দিনের ছেলে মকবুল হোসেন ও ইব্রাহিম আলী, মকবুল হোসেন এর ছেলে আনিছুর রহমান, মকবুল হোসেনের স্ত্রী আকলিমা বিবি, ইব্রাহিম আলীর স্ত্রী ঝরনা বিবি এবং বেরুবাড়ি ইউনিয়নের মওয়ামারী গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মশিয়ার রহমান অবৈধভাবে উপরোক্ত তফসিলভুক্ত সম্পত্তির মালিকানা দাবী করলে বিষয়টি সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সিনিয়র সহকারী জজ আদালত নাগেশ্বরী, কুড়িগ্রাম ১৮৫/১৭ এবং যুগ্ম জেলা জজ আদালতে মিস আপিল ৩১/১৮ নং মোকদ্দমা আনয়ন
করেন। আদালত মামলা দুটি আমলে নিয়ে উক্ত জমিতে বিবাদীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলে বাদী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান আদালতের রায়ের প্রতি সম্মান ও মালিকানা সূত্রে স্বদখলীয় উক্ত জমিসমূহে হালচাষ, শস্য রোপন ও পরিচর্যা করতে গেলে বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা নোটিশ প্রাপ্তির পরেও তা অমান্য করে ১১ এপ্রিল জোরপূর্বক লাঠিসোটা নিয়ে স্বদলবলে জমিতে অনুপ্রবেশ করে। এছাড়াও বাদী বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে উক্ত জমি থেকে উচ্ছেদের লক্ষ্যে ভবিষ্যতে আর কোনোদিন জমিতে না আসতে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শনসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেছে বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিবাদী পক্ষের আতাউর রহমান বলেন, বাদীদের জমি অন্য দাগে রয়েছে তারা ওই জমিগুলো ভোগদখল করছে। আর আমরা আমাদের দাগের জমিতে ফসল লাগিয়েছি। এই জমিতে আসলে বাধা পেয়ে তারা চলে যায়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবির বলেন এ বিষয়ে কোর্টে মামলা চলছে, আদালতের নির্দেশ অনুযায়ী বিবাদীদেরকে নোটিশ দেয়া হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা …

চিলমারীতে বাংলাদেশ পুলিশের আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আলমগীর হোসাইন, বাংলাদেশ পুলিশের আয়োজনে ও কুড়িগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় পবিত্র রমজানে গরিব ও দুস্থদের …

ব্রাহ্মণবাড়িয়ায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাই-বোন আটক

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয় থেকেঃ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্রাহ্মণবাড়য়িায় কানরে গোপন ডভিাইসসহ ভাই-বোনকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *