শনিবার , এপ্রিল ২০ ২০২৪
Home / কৃষি / ভূরুঙ্গামারী থেকে ধান কাটতে ১০৫ শ্রমিক মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রেরণ

ভূরুঙ্গামারী থেকে ধান কাটতে ১০৫ শ্রমিক মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রেরণ

মোখলেছুর রহমান,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন,কৃষি অফিস ও থানা পুলিশের ব্যাবস্হাপনায় বৃহস্পতিবার বিকেলে (২২ এপ্রিল ) ধান কাটতে মুন্সীগঞ্জের শ্রীনগরে গেল ১০৫ শ্রমিক। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় চলতি ইরি বোরো মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন।
পর্যায়ক্রমে দেশেল বিভিন্ন অঞ্চলে কৃষি শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে শ্রমিক পাঠানো কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,ওসি আলমগীর হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগন।
শ্রমিক দলপতি জহুরুল ইসলাম বলেন, লকডাউনে আমরা কর্মহীন হয়ে পড়েছি কিন্তু বাস বন্ধ থাকায় কাজের সন্ধানে কোন যায়গায় যেতে পারছিলাম না পরে কৃষি অফিসে যোগাযোগ করি তারা আমাদেরকে মুন্সীগঞ্জের শ্রীনগরে ধান কাটার শ্রমিক হিসেবে পাঠাতে সার্বিক সহযোগিতা করেছেন।তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আজ(২২ এপ্রিল ) আমরা ধান কাটতে শ্রীনগরে যাচ্ছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখন চলছে ধান কাটার মৌসুম। জানতে পেরেছি ওইসব এলাকায় এসময় শ্রমিক সংকট চলছে। তাই উত্তরাঞ্চলের ধানকাটা শ্রমিকই হচ্ছে তাদের একমাত্র ভরসা। কিন্তু সর্বাত্মক লকডাউন থাকায় যানবাহন চলছে না। ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বের হতেও পারছেন না। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা কৃষি বিভাগ ধান কাটতে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

About admin

Check Also

কুড়িগ্রামে পিক-আপে গানবাজনা ও বেপরোয়া মোটর সাইকেল চালানোয় অর্ধশত মামলা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত ও ঈদের দিনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে …

রৌমারীতে ১৭শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এনামুল …

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *