
তিন দিন পার হলেও গভীর সাগরে ডাইভ দেয়ার পর থেকে ৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়া নৌবাহিনীর সাবমেরিন উদ্ধার করতে না পারায় শঙ্কা বেড়েই চলেছে। উদ্ধারকারী দল আশঙ্কা করলে ইতিমধ্যে সাবমেরিনটির অক্সিজেন শেষ হয়ে গেছে। এ অবস্থায় নাবিকদের জীবিত উদ্ধার আশা নেই বললেই চলে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, নিখোঁজ সাবমেরিনটি সাগরের অনেক নিচে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। অনেক নিচে ডুবে যাওয়ার কারণে সাবমেরিনটি বিধ্বস্ত হতে পারে।
সাবমেরিনটি উদ্ধারে দেশটির অন্তত ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ মানুষ কাজ করছে। তিন দিন পার হওয়ায় সাবমেরিনটিতে অক্সিজেনের মজুত ফুরিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এরইমধ্যে বেশ কয়েকটি দেশ সাবমেরিনের খোঁজে ইন্দোনেশিয়ার সহযোগিতায় এগিয়ে এসেছে। অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সাবমেরিনটিতে খুঁজতে সহায়তা করছে। শনিবার ভোরে প্রয়োজনীয় সহায়তা নিয়ে বালিতে নেমেছে মার্কিন নৌবাহিনীর একটি উড়োজাহাজ। ফ্রান্স ও জার্মানিও সাবমেরিনটি অনুসন্ধান করতে সহায়তা পাঠাতে আগ্রহ দেখিয়েছে।
ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র বলেন, নিখোঁজ সাবমেরিনে থাকা নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন আছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হওয়ার কথা ছিল না তাঁদের। কিন্তু এ সময়সীমা পার হয়ে গেছে।