
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সোনাহাট স্থলবন্দরে করনীয় শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হ
ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় পণ্য আমদানি ও রপ্তানি কালে করোনা সংক্রমণ বিস্তার রোধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে জরুরী বৈঠক করেছে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন।
সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানী কার্যক্রম সচল থাকায় ভারতীয় করোনার নতুন ভ্যারিয়েন্ট সোনাহাট স্থলবন্দর দিয়ে ঢুকতে না পারে সেজন্য বুধবার ২৮ এপ্রিল সোনাহাট স্থলবন্দরে করোনাতারীন করনীয় শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সোনাহাট স্থলবন্দর দিয়ে কিভাবে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানী অব্যাহত রাখা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লা, কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফের প্রতিনিধি, আমদানি-রপ্তানীকারক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সরকারি আদেশসমূহ যথাযথভাবে পালন করে কিভাবে স্থলবন্দর চালু রাখা যায় সে বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থলবন্দর এলাকায় কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সেই বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আইন-শৃঙ্খলা ঠিক রেখে বন্দরের কার্যক্রম চলমান রাখার উপর আলোকপাত করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ। এছাড়া সভায় উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ অবস্থান থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।