
চিরমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সোমবার দুপুরে কুড়িগ্রামের চিলমারীতে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করায় এরশাদুল ইসলাম নামে ১জনকে ২০দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এডবিøউ এম রায়হান শাহ ভ্রাম্যমান আদালত চালিয়ে এ কারাদন্ড প্রদান করেন।
জানাগেছে,কাঠমিস্ত্রি এরশাদুল ইসলাম(৪২) উপজেলার খরখরিয়া সাব বান্দ এলাকায় সরকারী ঘরের কাজ করতে যায়। কাজের ফাকে বাড়ী ফাকা পেয়ে ওই বাড়ীর ৮ম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই ছাত্রী তার মা ও নানীকে সহ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানায়। উপজেলা নির্বাহী অফিসার এডবিøউ এম রায়হান শাহ ৩ঘন্টা ধরে বিভিন্ন এলাকায় খুঁজে অভিযুক্ত এরশাদুলকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। অভিযুক্ত এরশাদুল ইসলাম মুদাফৎথানা বেলেরভিটা এলাকার আজিজল হক তেলির ছেলে বলে জানা গেছে।