সোমবার , জুন ৫ ২০২৩
Home / সারা দেশ / ফুলবাড়ীতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩৪,০৭৮ পরিবার

ফুলবাড়ীতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৩৪,০৭৮ পরিবার

মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের ৩৪ হাজার ৭৮ পরিবার ঈদের আগেই পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত উপহারের নগদ অর্থ সহায়তা। পবিত্র রমজান, পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা পরিস্থিতিতে জিআর ও ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের নগদ অর্থ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ঈদ উপহারের নগদ টাকা উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩০ হাজার ৩শ’ ২৮ পরিবারে ১ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হচ্ছে। তাছাড়াও জিআর এর ১৫ লক্ষ টাকা ছয় ইউনিয়নের ৩ হাজার ৭শ’ ৫০ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। ঈদের আগেই উপজেলার ৩৪ হাজার ৭৮ পরিবারে মোট ১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৬শ’ টাকা বিতরণ করা হচ্ছে। উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নগদ টাকা বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ছয় জন ট্যাগ অফিসার মিলে আমরা সার্বক্ষনিক বিতরণ কার্যক্রম তদারকি করছি। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে ফুলবাড়ী থানা পুলিশের তৎপরতাও অব্যাহত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত সহায়তার নগদ অর্থে যাতে সুবিধাভোগীরা আসন্ন ঈদের আনন্দ উদযাপন করতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা দ্রুত বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে প্রতিটি ইউনিয়নে নগদ অর্থ বিতরণ ও স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছি।আমি আশা করি ৯ – ১০( মে) তারিখের মধ্যে সকল সুবিধাভোগীর মাঝেই নগদ অর্থ বিতরণ শেষ হবে।

About admin

Check Also

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মোঃ মহসীন খান হীরা,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মানিকগঞ্জের ঘিওর উপ‌জেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট …

কাউনিয়ার নিগমানন্দ কমপ্লেক্সের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাই কমিশনার

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,কাউনিয়া(রংপুর)থেকেঃ রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বুধবার দুপুরে কাউনিয়া উপজেলা …

কাউনিয়া টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া,বিশেষ প্রতিনিধি, কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *