
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১হাজার ৫‘শ পবিারের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ ক রা হয়েছে। সোমবার সকালে উপজেলার শরীফের হাট এম, ইউ উচ্চ বিদ্যালয় মাঠে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মেমোরি হস্ধসঢ়;পিটাল এন্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ডাঃ মোঃ ফারুকুল ইসলাম ফারুকের অর্থায়নে এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপনের
সার্বিক তত্ত¡াবধায়নে ১ হাজার ৫‘শ পরিবারের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম। এসময় চিলমারী প্রেস ক্লাব সভাপতি এস, এম নুরুল আমিন সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, রমনা মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া, শরীফের হাট এম, ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, জোড়গাছ ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ জিয়াউল ইসলাম (সাজ্জাদ) প্রমুখ উপস্থিত ছিলেন।