
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে শেষ বিদায়ের কারিগরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার এলএসডি মোড়স্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের প্রার্থী মোঃ জাহিদ আনোয়ার পলাশের উদ্যোগে তার কার্যালয়ে চিলমারী উপজেলার ৩৫জন শেষ বিদায়ের কারিগর (কবর খোদক) বা হারিফদের মাঝে লুঙ্গি, পাঞ্জাবী ও সেমাই চিনি, বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চিলমারী প্রেসক্লাব সভাপতি এস, এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব, চ্যানেল ৬৯ চেয়ারম্যান আলমগীর হোসাইন, হ্যালো কুড়িগ্রাম, হামার ২০গ্রাম এর উপস্থাপক, মোঃ আখতারুজ্জামান আসিফ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি, আরিফুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।